শুক্রবার, ২৪ Jun ২০২২, ১২:১৩ অপরাহ্ন
বাহাউদ্দীন তালুকদার :
বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির অন্যতম সদস্য ও সুচিন্তা ফাউন্ডেশন বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক কানতারা খান বলেছেন, নৌকা স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক। নৌকার বিজয়ে মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত হয়। তাই কাশিয়ানী সদর ইউনিয়নবাসীর কল্যাণ ও উন্নয়নের জন্য ১১ নভেম্বর ইউপি নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
আজ শনিবার বিকাল ৩ টায় কাশিয়ানী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মশিউর রহমান খান ‘নৌকা প্রতীকের’ সমর্থনে খায়ের হাট বেলতলা বাজারে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নৌকার বিজয়ের ফলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক ‘নৌকা’র বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এলাকার উন্নয়নের জন্য নৌকার বিজয়ের বিকল্প নেই।
কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পিকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মশিউর রহমান খান, জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ খায়ের মিয়া, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বীর মুক্তিযুদ্ধা নুরুল আনোয়ার জুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক শরাফত হোসেন লাভলু মৃধা, দপ্তর সম্পাদক শহীদুল খন্দকার, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান জাপান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা।
এসময় উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজ মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মাছুম শেখ, কাশিয়ানী প্রেসক্লাবের সভাপতি মুন্সি ওহিদুজ্জামান, কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাদেক আহমেদ ও সাধারণ সম্পাদক শহীদুল আলম মুন্না সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মী বৃন্দ।