রবিবার, ২৬ Jun ২০২২, ০৯:২৭ পূর্বাহ্ন
বাহাউদ্দীন তালুকদার :
আসন্ন কাশিয়ানী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মসিউর রহমান খানের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১২ টায় সদর ইউনিয়নের ভাটিয়াপাড়া বাজার শহিদ সৃতি সংঘে এ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের উপ কমিটির অন্যতম সদস্য ও সুচিন্তা ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক কানতারা খান। সঞ্চালনায় ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা।
এ সময় আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মসিউর রহমান খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আওয়ামী লীগের মনোনয়ন দিয়েছেন। আমি বিপুল ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে পারবো ইনশাআল্লাহ। তিনি আরোও বলেন, জনগনের ভোটে আমি চেয়ারম্যান নির্বাচিত হলে কাশিয়ানী সদর ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়ন হিসাবে গড়ে তুলবো। মাদক, সন্ত্রাস, দূর্নীতিমুক্ত ইউনিয়ন গড়াই আমার প্রধান লক্ষ্য নির্ধারিত হবে।
কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী উপদেষ্টা মন্ডলীর সদস্য এম এ খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক শরাফত হোসেন লাভলু মৃধা, দপ্তর সম্পাদক শহীদুল খন্দকার, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান জাপান, সদস্য মনিরুজ্জামান মনি, উপজেলা যুবলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম হারুন কাজী, ৮ নং ওয়ার্ড মেম্বার শহীদ ফকির, বিশিষ্ট সমাজ সেবক মোল্লা খালিদ হোসেন লেবু সহ উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা কর্মী সমর্থকরা এবং স্থানীয় আপামর জনসাধারণ ও নেতৃবৃন্দ।