শনিবার, ২৫ Jun ২০২২, ০৮:১৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :
গোপালগঞ্জের কাশিয়ানীর পারুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থী শেখ শফিকুল ইসলাম আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন।
শুনানি শেষে সোমবার দুপুরে আপিল কর্তৃপক্ষ গোপালগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা তার মনোনয়ন বহালের ঘোষণা দেন।
মনোনয়ন ফিরে পেয়ে শফিকুল ইসলাম বলেন, ‘আমার সমস্ত কাগজপত্র সঠিক থাকায় আমি ন্যায় বিচার পেয়েছি। পারুলিয়া ইউনিয়নের ভোটাররা অনেক সচেতন, অনেক কৃতী মানুষের বাড়ি এ ইউনিয়নে। আমি আশা করছি এখানে অবাধ ও সুষ্ঠু ভোট হবে। জনগণ ভোট কেন্দ্রে আসবেন এবং আমাকে তাদের সেবা করার সুযোগ দিবেন।’
শেখ শফিকুল ইসলাম বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। তাই অন্যায় ও দুর্নীতির সঙ্গে কখনো আপস করিনি। এ ইউনিয়নকে আমি মাদক ও দুর্নীতিমুক্ত করে একটি মডেল ইউনিয়ন গড়ার লক্ষ্যে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। আমি পারুলিয়া ইউনিয়নবাসীর সেবক হয়ে থাকতে চাই। যদি জনগণ চেয়ারম্যান নির্বাচিত করে পারুলিয়া ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়নে রুপান্তর করবো ইনশাআল্লাহ।