সোমবার, ২৭ Jun ২০২২, ০৫:১১ পূর্বাহ্ন
বাহাউদ্দীন তালুকদার :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলাধীন ৫ নং কাশিয়ানী সদর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সৎ, সাহসী, যোগ্য ও তরুণ নেতা হিসেবে পরিচিত বর্তমান চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মসিউর রহমান খান ভাটিয়া পাড়া বাজার থেকে কাশিয়ানী পর্যন্ত শো-ডাউন করে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
আজ রোববার (১৭ অক্টোবর) সকাল ১২ টায় রিটার্নিং কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তার কার্যালয়ে তিনি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কর্মীদের উপস্থিতে মনোনয়ন ফরম জমা দেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১১ নভেম্বর ২০২১ তারিখে ইউনিয়ন পরিষদের ২য় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আগামী ১১ নভেম্বর ২০২১ তারিখে কাশিয়ানী উপজেলার ১৪টি ইউনিয়নসহ সর্বমোট ৮৪৮টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।