বুধবার, ২৯ Jun ২০২২, ০৩:৫২ পূর্বাহ্ন
বাহাউদ্দীন তালুকদার :
গোপালগঞ্জের কাশিয়ানী সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচনের জন্য ফরম জমা দিয়েছেন কাশিয়ানী সদর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ও সাবেক দুই বারের নির্বাচিত মেম্বার আঃ ছত্তার শেখ।
আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় কাশিয়ানী মৎস্য অধিদপ্তরের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা শাহাজাহান সিরাজ অপুর কাছে তিনি ফরম জমা দিয়েছেন। এর আগে সকাল সাড়ে ১১টার দিকে দুই শতাধিক কর্মী সমর্থকদের নিয়ে ফরম জমা দিতে আসেন আঃ ছত্তার শেখ।
ফরম জমা দেওয়ার পর আঃ ছত্তার শেখ বলেন, যেহেতু আমি সাবেক দুই বারের নির্বাচিত মেম্বার তাই আমি শতভাগ বিশ্বাসী কাশিয়ানী সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বাসী মেম্বার পদে নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করবেন ইনশাআল্লাহ।
এ সময় বীর মুক্তিযোদ্ধা হবি কাজী, কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ মাছুম শেখ, সাবেক মেম্বার মিজান শেখ, জুয়েল শেখ, হাসান শেখ, কালা শেখ, নবীর কাজী, লেলিন শেখ, শাহী মোল্লা, সোহেল মোল্লা, রুলু মোল্লা, শাহাদাত শেখ সহ উপস্থিত ছিলেন।