শনিবার, ২৫ Jun ২০২২, ১১:৩০ অপরাহ্ন
বাহাউদ্দীন তালুকদার :
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। আজ রোববার রাতে মনোনয়ন বোর্ডের সভায় নৌকার মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
মনোনীত প্রার্থীরা হলেন— মহেশপুর ইউনিয়নে নৌকার মনোনয়ন পেয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ লুৎফর রহমান মিয়া , পুরুলিয়া ইউনিয়নে পেয়েছেন বর্তমান চেয়ারম্যান মকিবুল ইসলাম, মাহমুদপুর ইউনিয়নে পেয়েছেন বর্তমান চেয়ারম্যান মাসুদ রানা, সাজাইল ইউনিয়নে পেয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, কাশিয়ানী সদর ইউনিয়নে পেয়েছেন বর্তমান চেয়ারম্যান মসিউর রহমান খান, রাতইল ইউনিয়নে পেয়েছেন বর্তমান চেয়ারম্যান বি এম হারুন আর রশিদ পিনু, রাজপাট ইউনিয়নে পেয়েছেন মিল্টন মিয়া। আওয়ামী লীগের মনোনীত এই ৭ প্রার্থী আগামী ১১ নভেম্বর নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে লড়বেন।