সোমবার, ২৭ Jun ২০২২, ০৯:৫০ অপরাহ্ন
বাহাউদ্দীন তালুকদার :
বিএনপির যেকোনো আন্দোলন মোকাবেলায় সরকার সবসময় প্রস্তুত থাকে বললেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি।
আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সাভারের কাউন্দিয়া ইউনিয়নে ২টি কালভার্টের শুভ উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
ত্রাণ প্রতিমন্ত্রী এসময় আরো বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে সরকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিনরাত দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাছেন। এই উন্নয়ন কর্মকান্ডকে আরও গতিশীল করায় আমাদের সকলের উচিৎ প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করতে কাজ করে যাওয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খাঁন মিন্টু, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দারুসসালাম থানা আওয়ামী লীগের সভাপতি এবিএম মাজহারুল আনাম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম।
এর আগে ২টি কালভার্ট আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি, ঢাকা ১৪ আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। এসময় শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা সম্পন্ন করেন তারা।
কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান খাঁন শান্ত’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাকা জেলা উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহার আনাম, দৈনিক বাংলাদেশ সংবাদ পত্রিকার সম্পাদক কবির চৌধুরী মুকুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মাস্টার, কাউন্দিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ সভাপতি মোঃ সামসুল হক, ১ নং ওয়ার্ড মেম্বার আফাজ উদ্দিন, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান সহ প্রমুখ।
উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক সেতু/কালভার্ট নির্মাণ কর্মসূচি ২০১৮-২০১৯ এর আওতায় কাউন্দিয়ায় ২টি কালভার্টের শুভ উদ্বোধন সম্পন্ন হলো।