বুধবার, ২৯ Jun ২০২২, ০৩:০৫ পূর্বাহ্ন
বাহাউদ্দীন তালুকদার :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ অগাস্টের নিহতদের স্মরণে সিঙ্গাপুর ইয়ান সোসাইটির উদ্যোগে অসহায়-দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১ টায় আলোবদি কমিউনিটি সেন্টারে অসহায়-দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ১৪ আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু।
ঢাকা ১৪ আসেনর মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টুর নির্দেশে শোকাবহ আগস্টের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়েছে বলে দৈনিক বাংলাদেশ সংবাদ পত্রিকার সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক কবির চৌধুরী মুকুল জানান।
বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু বলেন, এই অগাস্ট মাস বাঙালি জাতির শোকের মাস। আবার এই অগাস্ট মাস ঘিরেই নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত থাকে জামায়াত-বিএনপি। তারা পূর্বেও ষড়যন্ত্র করেছে, এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। জামায়াত-বিএনপি ২০০৫ সালের ১৭ অগাস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা চালিয়েছিল, ২০০৪ সালের ২১ অগাস্ট ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের শান্তিপূর্ণ জনসভায় গ্রেনেড হামলা চালিয়ে ২৪ জন নেতা-কর্মীকে হত্যা করেছিল।
তিনি আরো বলেন, সেই বিএনপি-জামায়াত আবারও এই বাংলাদেশকে নিয়ে, আমার প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে নিয়ে ষড়যন্ত্র করছে। ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। তারা যতই ষড়যন্ত্র করুক না কেন শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি নেতা-কর্মী তাদের সকল ষড়যন্ত্রের কবর রচনা করে সামনের দিকে এগিয়ে যাব।
উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে দারুসসালাম থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সিঙ্গাপুর ইয়ান সোসাইটির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দারুসসালাম থানা আওয়ামী লীগের সভাপতি এবিএম মাজহারুল আনাম সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ।