শুক্রবার, ২৪ Jun ২০২২, ০৫:৫২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার, এম.ডি হানিফ ঃ
নরসিংদী মাধবদী থানা শাখার উদ্যোগে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম( বিএমএসএফ)এর প্রতিষ্ঠা বার্ষিকি পালিত হয়েছে।সংগঠনের ৯ বছর পুর্তি উপলক্ষে আজ ১৫ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এ সময় প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে
মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় পথচারী ও গাড়ির ড্রাইভারদের মাঝে মাস্ক,হ্যান্ড স্যানিটাইজার বিতরণ সহ নভেল করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়।
পরিশেষে কেক কেটে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর ৯ম প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপন করা হয় এবং দেশবাসীর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও নরসিংদী জেলা শাখার সাবেক সভাপতি মোশারফ হোসেন নিলু ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও নরসিংদী জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক,
নরসিংদী জেলা বিএমএসএফ’র সাবেক কোষাধক্ষ্য মোঃ শাফিউদ্দিন খন্দকার, নরসিংদী সদর উপজেলা বিএমএসএফের আহবায়ক খন্দকার তৌহিদুল ইসলাম।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফের মাধবদী থানা শাখার সভাপতি মোঃ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফের মাধবদী থানা শাখার সাধারণ সম্পাদক আলাউদ্দিন সোহান ডাঃ আলাল, এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফের মাধবদী থানা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির,আইন বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান মানিক,
সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিবুল হাসান,মুফতী ওবায়দুল্লাহ,মোঃ মঞ্জুরুল আলম সহ আরো অনেকে।