সোমবার, ২৭ Jun ২০২২, ০৮:০৩ পূর্বাহ্ন
বাহাউদ্দীন তালুকদার :
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সবাইকে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন ঢাকা-১৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু। আজ বুধবার রাতে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এই বিবৃতি দেন।
বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী করোনার টিকা দেশে আসতে শুরু করেছে ‘ইতোমধ্যেই ৪৫ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে, আরো টিকা কয়েকদিনের মধ্যে আসবে। জনগণকে টিকাগ্রহণের পাশাপাশি সংক্রমণের উচ্চহার রোধে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং চলমান লকডাউনে ঢাকা ১৪ আসেনর জনগণকে নিজ ঘরে অবস্থানের আহ্বান জানান। আল্লাহ যেন সবাইকে সুস্থ ও ভালো রাখেন, এজন্য সবাই সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে চলবেন।