রবিবার, ২৬ Jun ২০২২, ০৫:১৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :
সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে এক যোগে মুজিব বর্ষের সেরা উপহার গৃহহীনদের হাতে জমিবন্দবস্তসহ নামজারীর মাধ্যমে আধাপাকা গৃহ ও গৃহের কাগজ হস্তান্তরের শুভ উদ্ভোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তারই প্রেক্ষিতে নওগাঁর নিয়ামতপুরে ভূমিহীন ও গৃহহীন ৭৫ টি পরিবার পেলেন মুজিববর্ষে প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় উপহার মাথা গোজবার নতুন ঘর। রবিবার সকাল ১০টায় নওগাঁর নিয়ামতপুরে দুর্যোগ ও ত্রাণ ব্যাবস্থাপনা মন্ত্রলায়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর উপহার নতুন ঘর ও জমি হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়াল পদ্ধতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। এ সময় আরও উপস্হিত৷ ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিলুফা সরকার , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী, সকল ইউপি চেয়ারম্যান, স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মী প্রমূখ।
এই উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে নিয়ামতপুর সদর ইউনিয়নে ২৬ টি, হাজিনগর ইউনিয়নে ২০টি, চন্দননগর ইউনিয়নে ৬টি, রসুলপুর ইউনিয়নে ১০টি, পাড়ইল ইউনিয়নে ৪টি শ্রীমন্তপুর ইউনিয়নে ৪টি, বাহাদুরপুর ইউনিয়নে ৫টি সহ মোট ৭৫ টি নতুন বাড়ির চাবি ও জমিবন্দবস্তসহ নামজারীর কাগজ হস্তান্তর করা হয়।