শুক্রবার, ২৪ Jun ২০২২, ০৭:০২ অপরাহ্ন
বাহাউদ্দীন তালুকদার :
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে তৃণমূল জয় লাভ করায় মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানালেন সাবেক বাণিজ্যমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, গোপালগঞ্জ ১ (কাশিয়ানী মুকসুদপুর) আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য জননেতা মুহাম্মদ ফারুক খান এমপি।
মুহাম্মদ ফারুক খান এমপি বলেন, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নির্বাচনে তৃতীয়বারের মতো সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় মমতা ব্যানার্জী ও তার দল তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীসহ নির্বাচনে অংশগ্রহণকারী সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
তিনি আরো বলেন, আশা করি দুই বঙ্গের সম্পর্কের সেতুবন্ধন আরো সুদৃঢ় হবে এবং তিস্তা চুক্তির বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ৮ দফা নির্বাচন শেষে ফলাফল প্রকাশিত হচ্ছে। বেসরকারি ফলাফলে মমতা বন্দ্যোপাধ্যায় তার আসন নন্দীগ্রামে জিততে না পারলেও রাজ্যজুড়ে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস।