বুধবার, ২৯ Jun ২০২২, ০৩:৪৪ পূর্বাহ্ন
আসাউজ্জামান জুয়েল, (কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২১-২০২২ খ্রিঃ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট এস এম মাহবুবুর রহমানের তথ্য মতে এবারের নির্বাচনে ভোটের সংখ্যা ৫১৯ জন। ৪ মার্চ ২০২১খ্রিঃ নির্বাচনে আওয়ামীলীগ সমন্বীত সমর্থিত প্রার্থীরা হলেন সভাপতিঃ শাহ আজিজুল হক(পি.পি) সহ সভাপতিঃ গৌরাঙ্গ চন্দ্র সরকার ও মোঃ আঃ রশীদ ভূঞা, সাধারণ সম্পাদক ঃ শহিদুল আলম সহ সাধারণ সম্পাদকঃ মোঃ ফজলুর রহমান সোহেল ও মোঃ মাসুদ মিয়া, লাইব্রেরী সম্পাদক ঃ জেসমিন আক্তার মনি, সাংস্কৃতিক সম্পাদক ঃ সাইফুল ইসলাম আহম্মেদ পলাশ, অডিটর ঃ খন্দকার ইয়াকুব ফয়সাল।
অপরদিকে আওয়ামীলীগের বিপক্ষে প্রতিদ্বিন্দিতা করবেন বিএনপি সমন্বীত সমর্থিত প্রার্থী সভাপতি ঃ মোঃ রাশেদজ্জামান খান এনাম, সহ সভাপতিঃ আঃ বারী ও মুনসুর আলম, সাধারণ সম্পাদক ঃ মোঃ আমিনুল ইসলাম রতন, সহ সাধারণ সম্পাদক ঃ মাহফুজুর রহমান (বাবু),লাইব্রেরী সম্পাদকঃতানভীর হাসান রানা, সাংস্কৃতিক সম্পাদক ঃ এ এম ছাজ্জাদুল হক সাজ্জাদ,অডিটরঃখন্দকার সাজনীন সুলতানা।
এছাড়া সদস্য মমিনুল হক লিটন, মোঃ আবু সাঈম, এম আব্দুর রউফ, আবু সাদাত মোঃ সায়েম এবং মোকাছউদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ৪ মার্চ নির্বাচন কিশোরগঞ্জ জেলা আইনজীবী ভবনে সকাল ১০ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহন চলবে।
বিগত ২০২০ খ্রিষ্টাব্দের কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ঃ শাহ আজিজুল হক, সাধারণ সম্পাদক ঃ শহিদুল আলম, সহ সভাপতিঃ মুনসুর আলম এবং সাংস্কৃতিক সম্পাদকঃ সাইফুল ইসলাম আহমেদ পলাশ নির্বাচনে জয় লাভ করে।