বুধবার, ২৯ Jun ২০২২, ০৪:৩৮ পূর্বাহ্ন
একুশ তুমি এলে : কবি ও সাংবাদিক মহিউদ্দিন তালুকদার
এ কু শ তুমি এলে ,
ফাগুন কে নিয়ে, রাঙিয়ে দিলে হাজার রঙেগll
একুশ তুমি এলে
মনের ক্যানভাসে রক্ত ঝরে ,
শহীদ ভাইদের রক্ত চিত্র হয়েll
একুশ তুমি এলে,
বর্বরতার কঠোর কষাঘাতে,
ক্ষতবিক্ষত লাখো ভাইয়ের
ক্ষতবিক্ষত ভেজা উত্তাল সাগর হয়েl
একুশ তুমিএলে,
লক্ষ শহীদের শহীদ মিনারে মিনারে,
বাংলার প্রতিটি ঘরে ঘরে ll
একুশ তুমি এলে’
লাখো সন্তানহারা মায়ের আর্তনাদ হয়ে,
বুকচিরা, ধন মানিক খোয়ায়েll
এ কু শ তুমি এলে ,
জেলে দিলে স্বাধীনতার চেতনা বুকে l
একু শ তুমি এলে,
প্রতিবাদী কন্ঠস্বর হয়ে,
মায়ের ভাষাকে রক্ষা করতে,
জাগালে প্রাণের পৃথা
হাসিমুখে যারা দিয়ে গেছে প্রাণ
তাদের স্মৃতি হয়ে, কাঁদিয়ে গেলে ধরা l
এবার এ কু শ, তুমি আসো’
বাংলার ঘরে ঘরে
কাঁদাতে নয়, বাংলার ভাইয়ের মহান গৌরব নিয়ে,
অহংকার হয়ে ,করে মহিয়ান ll
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে
ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি।