বৃহস্পতিবার, ২৩ Jun ২০২২, ১২:১৫ অপরাহ্ন
বাহাউদ্দীন তালুকদার :
গোপালগঞ্জের কাশিয়ানীর জয়নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষায় প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন উক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাঠাম দরবস্ত গ্রামের মৃত জালাল উদ্দিন তালুকদারের ছেলে মোঃ সালাউদ্দিন তালুকদার।
প্রধান শিক্ষক সালাউদ্দিন তালুকদার বলেন, শিক্ষা আলোকিত সমাজ বিনিমাের্ণর হাতিয়ার। শিক্ষক হলো তার সুনিপুণ কারিগর। শিক্ষা ছাড়া আলোকিত মানুষ সৃষ্টি কোনোভাবেই সম্ভব নয়। একজন শিক্ষকের কিছু কাজ ও দায়বদ্ধতা আছে। এ কাজ ও দায়বদ্ধতা সহকমীের্দর কাছে, সমাজের কাছে, দেশ ও জাতির কাছে, আগামী প্রজন্মের কাছে। একজন সফল মানুষের পেছনে শিক্ষকের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। শিক্ষক শুধু সফল নয়, একজন ভালো মানুষ হতে শেখান। মানবিক বিপযর্য় বা বৈশ্বিক, অথৈর্নতিক সংকটে আক্রান্ত হয়েও সামাজিক, অথৈর্নতিক ও বুদ্ধিবৃত্তিক বিনিমাের্ণ শিক্ষকরা অবিরাম ভুমিকা রেখে চলেছেন। শিক্ষক হচ্ছেন সভ্যতার ধারক-বাহক। শিক্ষক শুধু শিক্ষাদানই করেন না, তিনি মানুষ গড়ার কারিগরও। পিতা-মাতা আমাদের জীবনদান করেন ঠিকই। শিক্ষকরা সেই জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করেন।
তিনি আরো বলেন, সমাজতান্ত্রিক সোভিয়েতের প্রথম শিক্ষামন্ত্রী লুনাচারস্কি বলেছিলেন, শিক্ষক হলেন এমন এক ব্যক্তি যিনি নতুন প্রজন্মের কাছে যুগ-যুগান্তরে সঞ্চিত যাবতীয় মূল্যবান সাফল্য হস্তান্তরিত করবেন, কিন্তু কুসংস্কার, দোষ ও অশুভকে ওদের হাতে তুলে দেবেন না। এটাই হলো শিক্ষকদের গুরুত্বের মাপকাঠি। মনে রাখা প্রয়োজন, শুধু তাদের দিয়েই আমরা সুস্থ কুঁড়িগুলোকে লালন করতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন।