বুধবার, ২৯ Jun ২০২২, ০৪:০৫ পূর্বাহ্ন
জীবন অনেকটা বইয়ের পাতার মতো : শাম্মী আক্তার সুমি
প্রতিটি পাতায় কিছু না
কিছু লেখা আছে,
খুশী ও হতে পারে আবার
বেদনাও হতে পারে।
কিন্তু তুমি যদি পাতা পরিবর্তন
নাই করো….
জানতেই পারবে না পরের
পাতায় কি লেখা আছে
তাই এগিয়ে চলো….।
লেখক : শাম্মী আক্তার সুমি।
যুগ্ন আহবায়ক।
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ।
মুকসুদপুর শাখা, গোপালগঞ্জ।
শিক্ষিকা বি,ইউ,কে ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।