বুধবার, ২৯ Jun ২০২২, ০৪:০২ পূর্বাহ্ন
“এক কিংবদন্তি” কানতারা খান
টুঙ্গিপাড়ার মহকুমার গ্রামের
ছোট্ট খোকা থেকে কিশোর মুজিব
তরুণ রাজনৈতিক শেখ মুজিব থেকে বাংলার বঙ্গবন্ধু
বঙ্গবন্ধু থেকে বাংলাদেশের জাতির পিতা ….
এই পথচলা ছিল এক কিংবদন্তির।
সাধারণের মাঝে অসাধারণের অস্তিত্ব
অন্ধকারের মধ্যে আলোর দিশা
পরাধীনতার শেঁকল ছিড়ে
মুক্ত আকাশে একটু খোলা নিশ্বাস, স্বাধীনতা হাতছানি
এই পথচলা ছিল এক কিংবদন্তির।
বাবা-মার আদরের খোকা, ভাই-বোনদের মিয়া ভাই
গ্রাম বাংলার মেঠোপথ, খালবিল আর কাদা মাটিতে
সবার অগোচরেই বেড়ে উঠেছিল
নিজ অধিকারে সোচ্চার এক দুরন্ত অগ্নিশিখা
এই পথচলা ছিল এক কিংবদন্তির।
আটচল্লিশে “মা” ডাকের জন্য প্রতিবাদ
বায়ান্ন-তে রক্তে কেনা “বাংলা-র বর্ণমালা”
চুয়ান্ন- ছাপ্পান্নতে মন্ত্রিত্ব পেয়েও লোভ নয়,
চলছে চলবে স্বপ্ন ও অধিকারের লড়াই
এই পথচলা ছিল এক কিংবদন্তির।
ছেষট্টিতে বাঙালির মুক্তির সনদ “ছয় দফা”
আটষট্টিতে আগরতলা ষড়যন্ত্র মামলা
উনশত্তুরে লাখো কোটি প্রাণে ধ্বনিত হয়
“বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু, তুমি আমাদের বঙ্গবন্ধু”
এই পথচলা ছিল এক কিংবদন্তির।
উত্তাল ৭০, সাইক্লোন তছনছ করে দিলো
খেটে খাওয়া বাঙালির জীবন-জীবিকা
তবুও স্বপ্নে বিভোর বীর বাঙালির ভয় নাই
শক্ত হাতে নৌকার হাল ধরে এগিয়ে
এই পথচলা ছিল এক কিংবদন্তির।
৭ই মার্চের তর্জনী, ভরাটকণ্ঠের সেই ঐতিহাসিক ভাষণ
২৬-এর প্রথম প্রহরে ওয়াভ লেন্থে একটি দৃঢ় আওয়াজ
“আজ থেকে বাংলাদেশ স্বাধীন”
৭১ বদলে দিল সাড়ে সাত কোটি প্রাণ, অঙ্কিত হল নতুন এক মানচিত্র
এই পথচলা ছিল এক কিংবদন্তির।
দেশে ফিরে, দেশ গড়ার নতুন এক যুদ্ধ
শত্রুকে সরিয়ে, মিত্রের নিজদেশে প্রত্যাবর্তন
দূরদর্শী রাজনৈতিক প্রজ্ঞা, হিমালয়ের সঙ্গে তুলনা
বিশ্বদরবারে মাথা উঁচু করে বাঁচবার এক নতুন প্রয়াস
এই পথচলা ছিল এক কিংবদন্তির।
কিন্তু হটাৎ, স্তব্ধ চারিদিক, অন্ধকারাচ্ছন্ন গুমোট আমাদের অস্তিত্ব
চেনা শত্রুর অচেনা আক্রোশ
মুহুমুহু শব্দে ঝাঁঝরা করে দিল আপনবলয়, উপড়ে গেল শিকড়
হারিয়ে গেল আমাদের সবটুকু, সবকিছু
থেমে গেল পথচলা, এক কিংবদন্তির।
আর তাই, আজো খুঁজে বেড়াই
আকাশে-বাতাসে-আলোর বিচ্ছুরণে
আশার আলোয় বুক বাধি তারি রক্তধারায়।
যদি হটাৎ, আবার দেখা পাই
শ্রাবণের কোন ঝরনা ধারায়, এক কিংবদন্তির।