শুক্রবার, ২৪ Jun ২০২২, ১২:৫২ অপরাহ্ন
♠জীবন বড় একা♠ : শহীদুল আলম মুন্না
ওখানে জীবন বড় একা,
থাকে না কোন আলো
চারিদিকে শুধু অন্ধকার।
আর্তনাদ করলেও
আশপাশে শোনার মত কেউই থাকেনা।
ওখানে জীবন বড় একা।
পিপাসিত কন্ঠ,
আমার পাশে কোন জল নেই
আছে শুধু উষ্ণ কন্ঠ
আর বুকফাটা কান্না
শোনার মত কেউ নেই আমার পাশে।
বড্ড একা আমি শুধুই একা
দুঃখ কষ্ট ব্যথা বেদনা সব নিয়ে
ওখানে আমার জীবন বড়ই একা।