সোমবার, ২৭ Jun ২০২২, ০১:৩৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ২০২০-২১ অর্থবছরের ১৪ কোটি ৮০ লাখ ২ হাজার ৩৬৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে স্বাস্থ্যবিধি মেনে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান। এবার বাজেটে রাজস্ব ব্যায় ধরা হয়েছে ১ কোটিা ৮ লাখ ৫৮০ টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ৬৫ লাখ টাকা।
মেয়র সাইফুর রহমান বলেন, কভিড-১৯ সংক্রমণের জন্য পৌরসভার উন্নয়নের কাজের গতি বাধাগ্রস্ত হচ্ছে। করোনা নির্মূল হলে আমরা নতুন উদ্যমে অনেক বেশি কাজ করব।
এ সময় উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস এম আকরাম হোসেন, পৌরসভার সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, পৌর সচিব মেহেদী হাচান ও হিসাব রক্ষক ফিরোজ হোসেনসহ, পৌরসভার সকল ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ।