শনিবার, ২৫ Jun ২০২২, ১১:০৩ অপরাহ্ন
কাজী হাসান ফিরোজঃ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা গ্রাম থেকে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় চারজন দুর্ধর্ষ ডাকাতকে আটক করে রোববার দুপুরে তাদেকে আদালতে পাঠিয়েছে বোয়ালমারী থানা পুলিশ।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা. ধর্ষণ, মাদক, ছিনতাই চুরিসহ ৩৪টি মামলা রয়েছে। এদের মধ্যে ডাকাত সর্দার আলমগীর হোসেনের বিরুদ্ধে ১৩টি, রমজান সিকদারের বিরুদ্ধে ১৪টি এবং আবুল কালাম আজাদ ও তারিকুল ইসলাম রিপ্পার বিরুদ্ধে ০৩টি করে মামলা রয়েছে।
তিনি জানান, উপজেলা যুবলীগ নেতা, বোয়ালমারী সরকারি কলেজ ছাত্র /ছাত্রী সংসদের সাবেক জিএস গুনবহা গ্রামের রাহাদুল আকতার তপনের বাড়ির পেছনের বাঁশ বাগান থেকে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় গোপন সুত্রে খবর পেয়ে পুলিশের একটি দল তাদের ধাওয়া করে চার জনকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। এসময় তাদের নিকট থেকে রামদা, ছুরি, কাটার, শাবল উদ্ধার করা হয়।
রাহাদুল আকতার তপন দৈনিক বাংলাদেশ সংবাদকে জানান, শনিবার রাতে বাড়ির পিছনে বেশ কিছু লোকের উপস্থিতি এবং চাপা কন্ঠে কথা বলার আওয়াজ টের পেয়ে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুর রহমানকে জানালে সাথে সাথে তিনি ব্যবস্থা নেন। এ অভিযানে পুলিশ যাদেরকে আটক করেছে, তারা এলাকার আতংক।