মঙ্গলবার, ২৮ Jun ২০২২, ০৪:৩৩ পূর্বাহ্ন
ষ্টাফ রিপোর্টারঃ প্রানঘাতি করোনো ভাইরাসের কারণে কাজ করতে না পারায় অনেক দিন মজুর কষ্টে জীবন যাপন করছে। কাজ না থাকায় তাদের সংসার চালাতে হিমসিম খেতে হচ্ছে। আর এ ধরনের মানুষের মুখে হাসি ফুটাতে তাদের মাঝে নিজ উদ্যোগে ত্রান সামগ্রী বিতরনের করেছে মোঃ আলামিন হোসেন ও তার পরিবার।
আজ সোমবার সকাল ১০টা থেকে এই কার্যক্রম শুরু করা হয়। প্রায় অর্ধশতাধিক অসহায়, দরিদ্র, দিন মজুর ও শ্রমজীবি মানুষের মাঝে চাল,ডাল,তেল, আলু, লবন,পেয়াজ,মাস্ক বিতরন করা হয়।
গাজীপুর মহানগরীর ৫০ নং ওয়ার্ড (গাজীপুরা, শালিকচূড়া) এলাকায় প্রচন্ড রোদে করোনা প্রতিরোধ নিয়মকানুন যথাযথভাবে মেনে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় ত্রান সামগ্রী বিতরনকালে উপস্থিত মোঃ আলামিন হোসেন ও তার পরিবারের অন্যান্যরাও উপস্থিত ছিলেন।