শনিবার, ২৫ Jun ২০২২, ১১:৫৪ পূর্বাহ্ন
মো.হেলালঃ বাগেরহাটের ঐতিহ্যবাহী বৈটপুর চিতলী ৬ গম্বুজ জামে মসজিদ সংলগ্ন এম ইউ মাধ্যমিক বিদ্যালয মাঠে এলাকাবাসীঁ-যুবসমাজের সহযোগিতায় আযোজিত ১০ম ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল আগামি কাল ১১ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে।
উক্ত মাহফিলে প্রথমদিন ১১ মার্চ প্রধান অতিথি হিসেবে তাফসির পেশ করবেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ,মোফাচ্ছের কোরঅান অালোড়ন সৃষ্টিকারী বক্তা মুফতি মাওলানা হুসেইন অাজাদী (নারায়ণগঞ্জ, ঢাকা)।
প্রধান বক্তা হিসেবে অালোচনা করবেন,বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব জনাব অধ্যাপক মোস্তাজাবুল হক( সাবেক চেয়্যারমান ঝোপাখালি ইউনিযন পরিষদ, কচুয়া,বাগেরহাট)
১২ মার্চ বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে তাফসীর পেশ করবেন, অালোড়ন সৃষ্টিকারী বক্তা, মুফতি মাওলানা হাফেজ মাহমুদুল হাসান( পিরোজপুরী), প্রধান বক্তা হিসেবে অালোচনা করবেন তরুন অালোচক মুফতি মাওলানা খায়রুল হাসান শাহীন (নীলফামারী)
১৩ মার্চ ৩য় এবং শেষ দিন তাফসির পেশ করবেন অালোড়ন সৃষ্টিকারী বক্তা,অান্তর্জাতিক খ্যাতিমান মোফাচ্ছির অাল্লামা জুলফিকার অাল মাহমুদ{ (যশোরী), সভাপতি জাতীয় মোফাচ্ছের পরিষদ যশোর} প্রধান বক্তা হিসেবে অালোচনা করবেন তরুন বক্তা হাফেজ মাওলানা শেখ জাহিদুল ইসলাম (MBA,ঢাকা বিশ্ববিদ্যালয়)
মাহফিলে সভাপতিত্ব করবেন, জনাব শেখ দলিল উদ্দিন সাহেব।